বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ‘বেসামাল’ নামের নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সিনেমাটি পরিচালনা করছেন রাহুল রওশন। কাহিনি লিখেছেন কমল সরকার। আগামী ২ মে মহরতের মধ্য দিয়ে ‘বেসামাল’ সিনেমার শুটিং শুরু করবেন বলে রাইজিংবিডিকে জানান পরিচালক রাহুল রওশন। তিনি বলেন, ‘আগামী ২ মে থেকে তিন শ ফিটে এ সিনেমার শুটিং শুরু করব। ওখানেই এর মহরত অনুষ্ঠিত হবে। এরপর দেশের বিভিন্ন স্থানে আমাদের শুটিং হওয়ার কথা রয়েছে। ঈদুল ফিতরের পর গানের দৃশ্যায়ন থাইল্যান্ডে করব।’ এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ‘নিঝুমের সঙ্গে এর আগে কাজ করিনি। এবারই প্রথম নিঝুমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। কাজের বিষয়ে নিঝুম সিরিয়াস। আশা করছি, ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।’ সিনেমা প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ‘বেসামাল সিনেমায় আমি একজন কিশোরী মেয়ের চরিত্রে অভিনয় করব। এক মাসীর কাছে থেকে অভাব-অনটনের মধ্যে আমার বেড়ে উঠা। এরই মধ্যে বাপ্পির প্রেমে পড়ে যাই। কিন্তু ভাগ্যক্রমে প্রেম বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরপরই বেসামাল হয়ে উঠি আমি আর বাপ্পি। এভাবেই গল্প এগিয়ে যায়।’ জয়া মিডিয়া প্রোডাকশন হাউজের ব্যানারে এ জেড এম জাহাঙ্গীর কবির প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-নিঝুম ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, রেবেকা, মাসুম আজিজ, জাহিদ ইসলামসহ অনেকে। সিনেমাটির ক্যামেরায় থাকছেন এমএইচ স্বপন। ফাইট ডিরেক্টর আরমান। সংগীত পরিচালনা করবেন রবিন ইসলাম। এর আগে রাজধানীর কাকরাইলের বিসটেক স্টুডিওতে রেকর্ডিং হয়েছে ‘তুই চোখের আড়াল হলে, এই মন ছটফট ছটফট করে’ শিরোনামের গানটি। কাজী শাহিনের লেখা এবং রবিন ইসলামের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মেঘকন্যা’ সিনেমাটি আগামী ২৭ জুলাই মুক্তি পাবে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস-নিঝুম রুবিনা। এ ছাড়া ‘কিস্তির জ্বালা’, ‘পোস্টমাস্টার ৭১’, ‘ভালোবাসা ডটকম’ নামের সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে নিঝুম রুবিনা অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’, আবুল কালাম আজাদ পরিচালিত ‘অনেক সাধনার পরে’ ও শাহিন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ সিনেমা মুক্তি পায়।
রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত