বিনোদন

‘এই শহরটা আমার জন্য না’

বিনোদন ডেস্ক : সুমন ও তার মা এই শহরে নতুন। শহরের নামি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে ভর্তি হয়েছে সুমন। কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না সে। তাই বিশ্ববিদ্যালয়ে সবাই তাকে নিয়ে মজা করে। এসময় তার পাশে দাঁড়ায় অর্পা। সুমনের মা সেলাই করে সংসার চালায়। অভাব-অনটনে তাদের দিন কাটে। এদিকে আধুনিক হতে সুমন মায়ের কাছে আবদার করে মোবাইল ফোন, মোটর সাইকেল। ছেলের আবদার পূরণের জন্য মানুষের কাছে টাকা ধার ও সাহায্য চায় মা। শেষ পর্যন্ত এক অফিসে কাজের বুয়ার চাকরি নেয় সুমনের মা। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘এই শহরটা আমার জন্য না’ নাটকের গল্প। রিদম খান শাহীনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। বিশ্ব মা দিবস উপলক্ষে নাটকটি পরিচালনাও করেছেন রিদম খান শাহীন। এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন জোভান আহমেদ। আর অর্পা চরিত্রে দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। এছাড়াও অভিনয় করেছেন শায়লা ইসলাম, আবদুর রহমান প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে। রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/শান্ত/মারুফ