বিনোদন

‘মায়া’ যখন প্রসূন

বিনোদন ডেস্ক : পদ্মাসনে বসে আছেন অভিনেত্রী প্রসূন আজাদ। পরনে শাড়ি, কপালে লম্বা আকৃতির কালো টিপ। মাথার চুল খোপা বাঁধা। মাথার একপাশের চুলে গোজা আছে একটি রক্তজবা। দৃশ্যটি ‘মহুয়ার মায়া’ একক নাটকের বলে জানিয়েছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। কাজী নজরুল ইসলামের ‘আপন পিয়াসী’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতেই এমন চরিত্রে দেখা যাবে প্রসূন আজাদকে। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, এক যুবক পেশায় কবিরাজ। বনের মধ্যে গাছপালার সঙ্গে কথা বলে তার দিন কাটে। কেউ কেউ তাকে ক্ষ্যাপা কবিরাজ আবার কেউ তাকে গাছ পাগল কবিরাজ বলে ডাকে। একদিন গাছের সঙ্গে কথা বলতে বলতে কবিরাজের সঙ্গে দেখা হয় মায়া নামের এক নারীর। কবিরাজের সব প্রশ্ন, সব পাগলামির উত্তর মেলে মায়ার কাছে। জানতে পারে, গ্রামের এক সরাইখানায় মহুয়া বিক্রি করে সে। সেখানে যারা আসে তারা শুধু মহুয়াই পায় না, পায় মনের শান্তিও। এরপর কবিরাজের ধ্যান-জ্ঞান শুধুই মায়া ও মায়ার মহুয়া। যুবকটির স্ত্রী জবা বুঝতে পারে কবিরাজের কোথাও নেশা হয়েছে। একদিন সে কবিরাজের কাছে জানতে চায় প্রকৃত ঘটনা। কবিরাজ অকপটে স্বীকার করে সব। জবা তাকে মুক্তি দেয় এবং মায়ার কাছে চলে যেতে বলে। কবিরাজ চলে যায় মায়ার কাছে কিন্তু  গিয়ে দেখে সরাইখানা, মায়া কেউ-ই নেই। হতাশ হয়ে আবার জবার কাছে ফিরে আসে কবিরাজ। এরপর গল্পে নতুন মোড় নেয়।’ নাটকটির মায়া চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ। কবিরাজ যুবকের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আর জবা চরিত্রে দেখা যাবে সুমাইয়া শিমুকে। আগামী ২৫ মে রাত ৯টা ৫ মিনিটে এনটিভি চ্যানেলে প্রচারিত হবে বিশেষ এ নাটকটি। রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/শান্ত/মারুফ