বিনোদন

বাবার খ্যাতির কারণে চাপে রাম চরণ?

বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এছাড়া তার রয়েছে অগণিত ভক্ত। রাম চরণের আরো একটি পরিচয় তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ছেলে। তাই স্বাভাবিকভাবে তার কাছে দর্শকের প্রত্যাশা একটু বেশি। কিন্তু এর কারণে কিছুটা চাপে থাকেন বলে জানিয়েছেন রাম চরণ। এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘সবাই আমার বাবার সিনেমা দেখেছে তাই আমি তাকে হুবহু অনুকরণ করতে পারি না। তাহলে আমাকে কপিক্যাট মনে হবে। বরং আমি ইন্ডাস্ট্রিতে নিজস্ব স্টাইল তৈরি করছি। নিজেকে প্রমাণ করার জন্য আমার একটি দায়িত্ব রয়েছে। দুজন মানুষ সমান দক্ষতা নিয়ে জন্মায় না এবং একই রকম তারকাখ্যাতিও অর্জন করতে পারে না। কিন্তু আমার মতো যারা তারকা পরিবার থেকে আসে দর্শক-সমালোচকরা অনেক কিছু আশা করে। তাই আমরা প্রথম সিনেমা থেকেই সমালোচিত হই। কিন্তু এর ভেতরের সংগ্রামটা কি কেউ দেখেন?’ এ বিষয়টিকে দায়িত্ব নাকি বাধা কী হিসেবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না না এটি কোনো বাধা নয়। জীবনের শুরু থেকে এ ধরনের সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। কিন্তু আমি যে পরিবার থেকে এসেছি তার দায়িত্বকেও অস্বীকার করা যাবে না। বাবার সম্মান ধরে রাখার বিষয়টিও আমাকে ভাবতে হয়।’ রাম চরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাঙ্গাস্থালাম। বক্স অফিসে ২০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আঞ্চলিক সিনেমা হিসেবে এ ধরনের সাড়া পাওয়া খুবই আনন্দের। কারণ এর মাধ্যমে বোঝা যায় দর্শক এখনো ভালো বিষয়বস্তুর সিনেমা দেখতে চায়। তবে যেটি সফল হয়েছে ওই ধরনের সিনেমা চালিয়ে যাওয়া উচিৎ নয়। বরং আমাদের নতুন করে শুরু করা উচিৎ। নতুন কিছু নিয়ে কাজ করতে হবে এবং ব্যবসায়ীকভাবে সফল করার চেষ্টা করতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/মারুফ/শান্ত