বিনোদন

সালমান বলিউডের অ্যাটম বোমা : জন আব্রাহাম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা জন আব্রাহাম। ২৫ মে মুক্তি পাচ্ছে এ অভিনেতার পরবর্তী সিনেমা পরমাণু : দ্য স্টোরি অব পোখরান। ১৯৯৮ সালে পোখরানে ভারতীয় সেনাবাহিনীর নিউক্লিয়ার বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে সিনেমার কাহিনি তৈরি হয়েছে। এতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করছেন ডায়ানা পেন্টি, বোমান ইরানি প্রমুখ। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত জন ও ডায়ানা। এরই ধারাবাহিকতায় ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তারা। এ সময় মজা করে তাদের কাছে বিভিন্ন বোমার নাম বলে এর সঙ্গে বলিউডের কার মিল রয়েছে তা জানতে চাওয়া হয়। চকোলেট বোমার কথা জিজ্ঞেস করা হলে জন বলেন, ‘বরুণ ধাওয়ান।’ রশি বোমার ক্ষেত্রে কঙ্গনা রাণৌতের নাম উল্লেখ করনে তিনি। অ্যাটম বোমা কে জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘আমি মনে করি অ্যাটম বোমা সালমান খান। কারণ তিনি যা করেন সেটিই অনেক সাড়া ফেলে।’ পরমাণু : দ্য স্টোরি অব পোখরান সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও রয়েছেন জন। এটি পরিচালনা করছেন অভিষেক শর্মা। এর আগে এ নির্মাতা তেরে বিন লাদেন, দ্য শওকিনস এবং তেরে বিন লাদেন : ডেড অর অ্যালাইভ সিনেমা পরিচালনা করেছেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/মারুফ/শান্ত