বিনোদন

ঈদে মোশাররফ উৎসব

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। অসংখ্য দর্শকপ্রিয় টেলিভিশন নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। বর্তমানে ঈদুল ফিতরের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজন করেছে ‘মোশাররফ উৎসব’। চ্যানেলটিতে মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক ঈদুল ফিতরের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে।   ঈদুল ফিতরের দিন প্রচারিত হবে ‘গুলজার’ নাটকটি। আশরাফুল চঞ্চল রচিত এ নাটকটি পরিচালনা করেছেন আলমগীর রুম্মান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলি প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’ নাটকটি। মেহরাব জাহিদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন মোরসালিন শুভ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসাসহ অনেকে।  

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘সোনা বউ’ নাটকটি। জুয়েল মাহমুদ রচিত নাটকটি পরিচালনা করেছেন আর এইচ সোহেল। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে ‘লক্ষ্মী ছেলে’। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। পরিচালনা করেছেন শামস্ করিম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, রিফাত চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটকটি। এটি রচনা করেছেন মেহরাব জাহিদ। পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলিসহ অনেকে।  

ঈদের ৬ষ্ঠ দিন প্রচারিত হবে ‘জীবন বাবুর চিঠি’। মাসুম শাহরিয়ার রচিত এ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আনন্দ খালেদ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৮/শান্ত/মারুফ