বিনোদন

সপ্তাহ শেষে কত আয় করল রেস-থ্রি?

বিনোদন ডেস্ক : চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা রেস-থ্রি। ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ জুন মুক্তি পায় সিনেমাটি। দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বক্স অফিসে বাজিমাত করেছে এটি। বক্স অফিসে ২৯.১৭ কোটি রুপি আয় দিয়ে শুরু করে রেস-থ্রি। এরপর প্রথম তিন দিনেই ১০০ কোটি রুপির সিনেমা হিসেবে নাম লেখায় এটি। মাত্র চারদিনে এর আয় ১২০.৭১ কোটি রুপি। ষষ্ঠ দিন শেষে রেস-থ্রি সিনেমার মোট আয় দাঁড়ায় ১৪২.০১ কোটি রুপি। সপ্তাহ শেষে এর আয় ১৫০ কোটি রুপি ছাড়াবে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও ভালো সাড়া ফেলেছে রেস-থ্রি। শুধু তাই নয়, সিনেমা মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ে সিনেমাটি। ১৩০ কোটি রুপিতে বিক্রি হয় এর স্যাটেলাইট স্বত্ব। যা বলিউডের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। আমির খান অভিনীত দঙ্গল পেছনে ফেলে এটি নতুন রেকর্ড। এর আগে সালমানের টাইগার জিন্দা হ্যায় সিনেমার স্বত্বও মোটা অঙ্কে বিক্রি হয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা রেস। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। রেস ফ্র্যাঞ্চাইজির সিনেমায় এবারই প্রথম অভিনয় করলেন সালমান খান। এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা। প্রযোজনা করেছেন রমেশ তাওরানি। রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৮/মারুফ/শান্ত