বিনোদন

তৌসিফ-ফারিয়ার ‘রানওয়ে’

বিনোদন ডেস্ক : সবকিছু থেকে অর্ণবের মন উঠে গেছে। একসময় গান করত। ব্যান্ড দলের সদস্যরা তার সঙ্গে প্রতারণা করেছে। এজন্য সে আর দেশেই থাকতে চাইছে না। সঙ্গত কারণে সে তার সবকিছু বেঁচে দেওয়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেয়। রোদেলা অনলাইনে বিজ্ঞাপনটি দেখে অর্ণবের ব্যবহৃত গাড়িটি কেনার জন্য যোগাযোগ করে। অর্ণব-রোদেলার পরিচয়ের পর রোদেলা বুঝতে পারে, দেশ আর দেশের মানুষের প্রতি কিছু ভুল ধারণা নিয়ে বিদেশ চলে যাচ্ছে অর্ণব। এটা কোনোভাবে হতে দেওয়া যায় না। দেশের প্রতি ভালোবাসা জাগানোর সঙ্গে তাদের পরস্পরের প্রতি ভালবাসার ডালপালা মেলতে শুরু করে। কিন্তু রোদেলা ভুলে গিয়েছিল তার শরীরে বাস করছে ক্যানসার। তাকে শুধু দেশ নয়, এই সুন্দর ভুবন ছেড়েই যেতে হবে।  এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রানওয়ে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। এতে অর্ণব চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। আর রোদেলা চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। এছাড়াও অভিনয় করেছেন হাসনাত রিপন, সারা ফারহানা, তানভীর প্রমুখ। আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৮/শান্ত/মারুফ