বিনোদন

নায়িকার ‘না’, প্রযোজকের ‘হ্যাঁ’

বিনোদন প্রতিবেদক : গত ২৬ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় শাকিব খানের পরবর্তী সিনেমা ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’-এর মহরত। আনুষ্ঠানিক মহরতের আগে সিনেমাটির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান রাইজিংবিডিকে জানিয়েছিলেন, সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করবেন তিনি। এরপর চলচ্চিত্রাঙ্গনের অনেকেই সেলিম খানকে সিনেমাটি পরিচালনা না করার পরামর্শ দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সর্বশেষ সিনেমাটি পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়ে পরিচালনার দায়িত্ব দিয়েছেন জনপ্রিয় পরিচালক শাহীন সুমনকে। এখানেই শেষ নয়। এবার এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আজ বুধবার দুপুরে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে বুবলী বলেন, ‘‘এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরো একটি সিনেমার কথা চলছে। খুব শিগগির নতুন সিনেমার কাজ শুরু করব। একই সময় দুটি সিনেমার কাজ করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। তাই একটি কাজই খুব ভালোভাবে করতে চাই। যে কারণেই ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমাটির কাজ ছেড়ে দিচ্ছি।’’ চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে, বুবলীর চাহিদা অনুযায়ী যে চরিত্র দেয়ার কথা ছিল তা পাচ্ছেন না এবং প্রযোজক নতুন নায়িকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেই কাজটি ছেড়ে দিচ্ছেন তিনি। কিন্তু এ কথাকে উড়িয়ে দিয়ে বুবলী বলেন, ‘এসব কিছুই নয়। এই সিনেমার গল্পও দারুণ। অন্য একটি কাজ করব বলেই এটি ছেড়ে দিচ্ছি। আর কিছুই না।’ এদিকে প্রযোজক সেলিম খানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বুবলী কাজ করবে না, এসব মিথ্যে কথা। বুবলী এই সিনেমাতেই কাজ করবে।’  

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার মহরত অনুষ্ঠানে সেলিম খান, শাকিব খান ও বুবলী (বাঁ থেকে)

সিনেমা ছেড়ে দেয়ার বিষয়টি প্রযোজক সেলিম খানকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘‘সেলিম খানের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তাকে বলে দিয়েছি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার কাজটি করছি না। তা ছাড়া খুব শিগগির নতুন সিনেমার ঘোষাণা করা হবে তখন বিষয়টি আরো পরিষ্কার করে জানানো হবে।’’ শাপলা মিডিয়া প্রযোজিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীর পাশাপাশি নবাগত মৃদুলার অভিনয় করার কথা রয়েছে। সিনেমাটির কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজি। রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৮/রাহাত/শান্ত