বিনোদন

সুনীলের ‘প্রথম আলো’ পর্দায় আনছেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। তার কালজয়ী উপন্যাস ‘প্রথম আলো’ এবার ছোট পর্দায় আসছে। এ উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে টলিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এ প্রসঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। এটি খুব বড় একটি প্রজেক্ট। কাজটি গবেষণাধর্মী। একটা সময়কে সঠিকভাবে উপস্থাপন করা সহজ কাজ নয়।’ এর আগে সুনীলের ‘সেই সময়’ উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ হয়েছিল। ভারতের ছোট পর্দায় পিরিয়ড পিসের ট্রেন্ড শুরু হয়েছে। ‘প্রথম আলো’-এর কাজ সেই ট্রেন্ডের সূত্র ধরেই হচ্ছে। তবে বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চলছে। এতে বড় পর্দার অভিনয়শিল্পীদের কাজ করার সম্ভাবনা রয়েছে। তবে এতে প্রসেনজিৎ অভিনয় করবেন না বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৮/শান্ত/মারুফ