বিনোদন

‘দ্য পার্ক, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য গার্ল’

বিনোদন ডেস্ক : আটজন নির্মাতা মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ‘আই স্ট্যান্ড ফর ওম্যান’ নামের একটি উদ্যোগ হাতে নিয়েছেন। নারীর সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন ও হয়রানি ঠেকাতে তাদের এই উদ্যোগ। পাশাপাশি তারা নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তারই একটি চলচ্চিত্রের নাম ‘দ্য পার্ক, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য গার্ল’। এটি নির্মাণ করেছেন সাকি ফারজানা।  সম্প্রতি ‘আই স্ট্যান্ড ফর ওম্যান’ উদ্যোগটি শুরু হয় নির্মাতা আফজাল হোসেন মুন্নার হাত ধরে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এরপরই তা ছড়িয়ে পড়ে অন্য নির্মাতাদের মধ্যে। এই আটজন নির্মাতার মধ্যে সাকি ফারজানাই একমাত্র নারী।  এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় সাকি ফারজানার। তিনি বলেন, ‘আমি একজন নারী, নারীর প্রতি সহিংসতা এই সমাজে আমাকেও ফেস করতে হয়। এবার একজন নির্মাতা হয়ে আমার কথা চলচ্চিত্রে বলার চেষ্টা করেছি। যদিও প্রথমে অনেক দ্বিধায় ছিলাম। কারণ আমি একদম নতুন একজন নির্মাতা। সবে আমার নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক পরিসরে প্রদর্শিত হচ্ছে। তবে সাহস জুগিয়েছেন আফজাল হোসেন মুন্না ভাই। তিনি টেকনিক্যাল সাপোর্ট, শুটিংয়ে ম্যানপাওয়ার দিয়েছেন। আমার টিম মেম্বারদের আন্তরিক সহযোগিতা ছাড়া চলচ্চিত্রটি নির্মাণ করা অসম্ভব ছিল। এজন্য চলচ্চিত্রটির প্রযোজক আমজাদ হোসেন, চিত্রগ্রাহক কে. ডি মৃদুল, অভিনেতা রেহান রসুল, এডি বিভাস রায়কে ধন্যবাদ জানাই।’

 

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ, রেহান রসুল, হৃদয় আল মিরু, আবির হক, সোহেল তৌফিক এবং রোজি আক্তার। এ. নক্ষত্র ফিল্মসের ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সহকারী পরিচালক বিভাস রায়, কালার সম্পাদনায় আফজাল হোসেন মুন্না, ফলি সাউন্ড অ্যান্ড মিউজিক শুভ্র রাহা, গ্রাফিক্স রিয়াজ মোহাম্মদ, পোশাক পরিকল্পনায় সাকী ফারজানা, মেকআপ মিলন, সাউন্ড ধারণ রুবেল। এছাড়া অপর সাতজন নির্মাতাদের মধ্যে মুন্না নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গার্ল’, জসিম আহমেদের ‘চকলেট’, খিজির হায়াত খানের ‘সে নো টু রেপ’, প্রতীক সরকারের ‘মুখোশ’, আশিকুর রহমানের ‘যে গল্পের কোনো নাম নেই’, রাজু আহসানের ‘লিপস্টিক’, ও আসিফ খানের ‘দ্য মাদার’।  

চলতি মাসেই সবগুলো চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রগুলোর প্রদর্শনী ও ক্যাম্পেইন করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সাকি ফারজানা। পাশাপাশি পরবর্তী সময়ে ইউটিউবেও চলচ্চিত্রগুলো প্রকাশ করা হবে। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/শান্ত/মারুফ