বিনোদন

ছাগল নিয়ে বিপাকে তারা

বিনোদন ডেস্ক : অর্থকষ্টে থাকা মহিউল ঈদের আগে বকেয়া বেতন পায়। তারপর রগচটা বউ সামিয়াকে নিয়ে বাজার করার পরিকল্পনা করে। কিন্তু পথিমধ্যে অতি উৎসাহে বেতনের সমস্ত টাকা দিয়ে ভুলবশত একটা ছাগল কিনে ফেলে মহিউল। মধ্যবিত্ত এ দম্পতির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ায় ছাগলটি। একদিকে ছাগলের ডাকে তারা অস্থির, অন্যদিকে কোথায় যেন একটা মায়া অনুভব করে দুজন।  মধ্যবিত্ত এ দম্পতির ছাগল বিভ্রাট ও তাদের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ব্যা-আক্কেল’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম পাভেল ও মৌসুমী নাগ। এছাড়া একটি চরিত্রে দেখা যাবে জয়রাজকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/শান্ত/মারুফ