বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে শহীদের গান

বিনোদন প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের সঙ্গে ইতিহাসের মহান এ নায়ককে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গান, কবিতা। তারই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে একটি গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী সৈয়দ শহীদ। ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করা। কারণ আজকের স্বাধীন বাংলাদেশের পেছনে তার অবদান সবচেয়ে বেশি।১৫ আগস্ট স্বপরিবারে নিহত হন তিনি। এদিন আমরা শোক দিবস হিসেবে পালন করি। এবার এই শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েই ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের গানটি করলাম। অত্যন্ত সুন্দর কথা ও সুরের এ গানটি গাইতে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, গানটি সবারই ভালো লাগবে।’ আগামী ১৪ আগস্ট রাতে গানটি সিডি চয়েজের ইউটিউব চানেলে প্রকাশ করা হবে বলেও জানা যায়। রাজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/রাহাত/শান্ত