বিনোদন

শ্রীদেবী স্মরণে মুরাল পেইন্টিং

বিনোদন ডেস্ক : বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর আজ (১৩ আগস্ট) ৫৫তম জন্মদিন। তার মৃত্যুর পর এটিই প্রথম জন্মদিন। ভক্তরা শ্রীদেবীকে নানাভাবে স্মরণ করছেন। তারই ধারাবাহিকতায় মুম্বাইয়ের বান্দ্রার একটি বাড়ির দেয়ালে শ্রীদেবীর ১৮ ফুট উঁচু একটি মুরাল পেইন্টিং করা হয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে বনি কাপুর বলেন, ‘এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত এবং আমরা সবাই খুব বিহ্বল। শ্রীদেবী স্মরণে এই সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এদিকে মায়ের জন্মদিন উপলক্ষে পারিবারিক অ্যালবাম থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জানভি কাপুর। ছবিতে দেখা যায়, মায়ের কোলে জানভি। আর পেছনে দাঁড়িয়ে বাবা বনি কাপুর। ক্যাপশনে লিখেন, ‘মা চোখের সামনে নেই, এটাই তো এখনো বিশ্বাস করতে পারি না।’ এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, ‘কেউ হিরো হন, কেউ লিজেন্ড। হিরোদেরও মানুষ স্মরণ করেন। কিন্তু লিজেন্ডদের কখনো মৃত্যু হয় না। শ্রী প্রতিমুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এমন কোনো মুহূর্ত আসেনি যখন ওকে আমরা মিস করি না।’ গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরবর্তীতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টে জানা যায়, হৃদরোগে নয়, দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নায়ক ছাড়া বক্স অফিস হিট সিনেমা উপহার দিতে সক্ষম এমন অভিনেত্রীদের একজন ছিলেন শ্রীদেবী। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/শান্ত