বিনোদন

ঈদুল আজহার গান || মাহবুবুল এ খালিদ

ঈদুল আজহার চাঁদ

 

বছর ঘুরে এলো ফিরে

ঈদুল আজহার চাঁদ

(আজ) ধনী গরিব সবাই সমান

বাদশা ফকির বাদ॥

কোরবানি কোরবানি কোরবানি॥

   

বিশ্ব আজি উঠছে জাগি

ত্যাগের মহিমায়

নফস্ তোমার ধৌত কর

অহং দাও বিদায়।

দাঁড়াও সবে এক কাতারে

সেজদা করো এক রবেরে

দুশমনি সব ভুলে গিয়ে

রাখো হাতে হাত।

শত্রুকে লও আপন করে

মিলাও কাঁধে কাঁধ॥

   

কোরবানি তো নয় গো শুধু

পশু জবাই করা

কোরবানি তো প্রিয় বস্তু

উৎসর্গ করা।

ইবরাহিমের ত্যাগের স্মৃতি

ইসলামের মহান রীতি

থাকলে নেছাব দাও কোরবানি

আছো যারা বাদশা ধনী।

হও ইসলামে সওগাত

আজ মিলাও কাঁধে কাঁধ॥

   

কোরবানি কি শুধুই জবাই

 

কোরবানি কি শুধুই জবাই

উট দুম্বা খাসি

পাপটি করে নিজে মানুষ

করো পশুকে দোষী॥

নিজের ভিতর পশু আছে

জবাই করো তারে

কোরবানি দাও প্রিয় বস্তু

ভাবো তুমি যারে।

অনেক পাপ করে তুমি

কোরবানি দাও বেশি বেশি॥

পাপ কি মোচন অতই সহজ

ওরে বিত্তশালী

পরের ধন লুটে ধনী

ভরা অন্তরে কালি।

পশুর পিঠে বেহেস্তে সওয়ার

তুমি ভেবেই অনেক খুশি॥

   

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৮/তারা