বিনোদন

তাদের ‘শেষ ভালো যার’

বিনোদন ডেস্ক : তরুণ পরিচালক রাকেশ বসু। নির্মাণ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। এবার তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘শেষ ভালো যার’। দুই পরিবারে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নাটকটি রচনাও করেছেন রাকেশ বসু। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-আল মামুন, জিয়াউল ফারুক অপূর্ব, এফ এস নাঈম, মুমতাহিনা টয়া, সাঈদ বাবু, তানিন তানহা প্রমুখ। নাটকটিতে তার চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী তানিন তানহা রাইজিংবিডিকে বলেন, ‘গ্রামের সচ্ছল পরিবারের মেয়ে আমি। ওখানেই পড়াশোনা করেছি। এক পর্যায়ে চাকরির জন্য ঢাকায় আসি। গল্পে টয়া আপু আমার ফুফাত বোন। ঢাকায় এসে টয়া আপুদের বাসায় উঠি। ঢাকায় আসার পর নাঈম ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। প্রথম পরিচয়েই নাঈম ভাইকে আমার ভালো লেগে যায়। বিষয়টি আমি টয়া আপুর সঙ্গে শেয়ার করি। এদিকে নাঈম ভাই টয়া আপুকে পছন্দ করেন। কিন্তু আমাকে সে কথা টয়া আপু বলেন না। এভাবেই নাটকটির কাহিনি এগিয়েছে।’ পরিচালক রাকেশ বসু বলেন, ‘পারিবারিক গল্প নির্ভর একটি নাটক নির্মাণের চেষ্টা করছি। অভিনয়শিল্পীরাও তাদের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করছেন। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ গত ৮ অক্টোবর থেকে ৩২ পর্বের এ ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। নগরীর উত্তরার একটি শুটিং হাউসে এর সেট তৈরি করা হয়েছে। তা ছাড়া উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। আগামী ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এটি প্রযোজনা করছেন বিটিভির প্রযোজক মো. মাহফুজুর রহমান। রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ