বিনোদন

দুর্গাপূজা উপলক্ষে কহে বীরাঙ্গনার তিন মঞ্চায়ন

বিনোদন ডেস্ক : মণিপুরি থিয়েটারের আলোচিত প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’। দুর্গাপূজা উপলক্ষে নাটকটির তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। নির্দেশক শুভাশিস সিনহা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বনানী পূজামণ্ডপে ‘কহে বীরাঙ্গনা’ মঞ্চস্থ করবেন তারা। পরের দিন শুক্রবার বিজয়া দশমীতে মহিলা সমিতির মঞ্চে দলটির নিজস্ব ব্যবস্থাপনায় বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় আরো দুটি প্রদর্শনী হবে।  

মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধস্পৃহাকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে রূপায়িত করা হয়েছে। যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি। ‘কহে বীরাঙ্গনা’ নাটকের মূল উপজীব্য চার নারীর চারটি চিঠি। এগুলো হলো-দুষ্মন্তের প্রতি শকুন্তলার, অর্জুনের প্রতি দ্রৌপদীর, জয়দ্রথের প্রতি দুঃশলার ও নীলধ্বজের প্রতি জনার। নাটকটির সংগীতে রয়েছেন-শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন-স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া। দৃশ্য সজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ। ২০১০ সালের ৩০ ডিসেম্বর নগরীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘কহে বীরাঙ্গনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়। এরপর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়ার আমন্ত্রণে কলকাতায় নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়ায়।  

তা ছাড়া মণিপুরি থিয়েটারের ২৭তম এ প্রযোজনা সেরা মঞ্চনাটক হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রদত্ত আব্দুল জব্বার খান পদক অর্জন করে। এ ছাড়া ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে আসাম ও ত্রিপুরায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ