বিনোদন

মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ক্লে’

বিনোদন প্রতিবেদক: প্রকৃতি, পরিবেশ ও সময়ের ব্যবধানের স্রোতে বাংলার কৃষ্টি আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। একটা সময় ছিল যখন মানুষ দিনের খাটুনির পর ক্লান্ত হয়ে অপেক্ষায় থাকতো সন্ধ্যার জন্যে। সন্ধ্যায় বসত জারি, সারি, ভাটি, বাউল গানের আসর। এসব গান মানুষের মন জুড়িয়ে দিত। অবসন্ন দেহে আনত নতুন প্রাণ। এখন শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বিদেশী টিভি চ্যানেল। আজ কাদা মাটির দেশে প্রবেশ করেছে পোড়া মাটি। পোড়া মাটি আজ পুড়িয়ে দিচ্ছে সবকিছু। এমনই জীবন ও বাস্তবতার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘দ্য ক্লে’। হুমায়ুন কবীরের মূলভাবনা ও আসম্মা শাওনের গল্প, চিত্রনাট্য, সংলাপে পরিচালক এম.এইচ.এম. মুবাশশির নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য ছবিটি। ১৫ মিনিট ব্যাপ্তির এই ছবিতে অভিনয় করেছেন ওমর ফারুক, শামীম হাসান সরকার, মাকসুদা তিশা, আহমেদ রিপন, শারমিন শিমু, আমিন আকবরীসহ আরও অনেকে।সঙ্গীত পরিচালনা করেছেন সাইদুজ্জামান সুমন ও সোহান। গানগুলোর কথা, সুর ও সংঙ্গীত করেছেন সোহান ও মিন্টু। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দীপনতলায় আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির মুক্তি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও ‘দ্য ক্লে’ এর কুলা-কুশলীবৃন্দ। এরই মধ্যে ছবিটি বেশ কয়েকটি দেশের ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে। দেখুন : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ক্লে’ রাইজিংবিডি/ঢাকা/১০ নভেম্বর ২০১৮/রাহাত