বিনোদন

জানভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যা বললেন সারা

বিনোদন ডেস্ক : কেদারনাথ সিনেমার মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সারা আলী খান। আগামী মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ও ট্রেইলার। দর্শকের মাঝে এগুলো বেশ সাড়া ফেলেছে। এদিকে চলতি বছরের শুরুতে মুক্তি পায় শ্রীদেবী কন্যা জানভি কাপুর অভিনীত ধড়ক সিনেমাটি। জানভি ও সারা দুজনই বেশ ভালো বন্ধু। এছাড়া তারকা সন্তান হওয়ায় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা শুরু থেকেই আলোচনা হয়ে আসছে। সম্প্রতি এ নিয়ে প্রশ্ন করা হয় সারাকে। চলতি বছর জানভিকে পেছনে ফেলে সেরা অভিষিক্ত অভিনেত্রীর পুরস্কার জেতা নিয়ে তার কোনো চাপ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে সারা বলেন, ‘আমরা সকলেই এখানে আমাদের কাজ করতে এসেছি এবং কেউ-ই জানি না পরবর্তীতে কী ঘটবে। আমি মনে করি, ধড়ক সিনেমায় জানভি খুব ভালো কাজ করেছে। আমি সিনেমাটি দেখেছি, আমার ভালোও লেগেছে। সবাই তার অভিনয় পছন্দ করেছেন। আশা করছি, আমার অভিনয়ও সবাই পছন্দ করবেন।’ সারার বাবা অভিনেতা সাইফ আলী খান ও মা অভিনেত্রী অমৃতা সিং। এছাড়া তার দাদি শর্মিলা ঠাকুর ও ফুফু সোহা আলী খানও অভিনয়শিল্পী, তাই অভিনয়টা সারার রক্তেই রয়েছে। কেদারনাথ সিনেমার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাইফ কন্যা বলেন, ‘বাবা চেয়েছিলেন, পড়াশোনা শেষ করে যেন অভিনয় শুরু করি। সিনেমায় অভিনয়ের ব্যাপারে মা-বাবা অনেক সাহায্য করেছেন। তবে তারা সবসময় চেয়েছেন পড়াশোনা যেন আমার মূল লক্ষ্য হয়। কিন্তু যখন আমি কেদারনাথ সিনেমার চিত্রনাট্য হাতে পাই কেউ আর আমাকে সিনেমাটি করা থেকে বিরত রাখতে পারেনি। আমি সিনেমাটির গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই কেউ আর আমাকে বাধা দেয়নি বরং সহযোগিতা করেছেন।’  কেদারনাথ সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এতে সারার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। সিনেমার গল্পে সুশান্ত সিং রাজপুতের নাম মনসুর। তিনি একজন পিঠাও (কেদারনাথ মন্দিরে তীর্থ যাত্রীদের পিঠে বহন করে)। অন্যদিকে সারা আলী খানের নাম মুকু। সিনেমাটির প্রেক্ষাপট ২০১৩ সালে কেদারনাথে হওয়া ভয়াবহ বন্যা। সিনেমার গল্পে দেখা যাবে, মুকু কেদারনাথ মন্দির দর্শন করতে আসে। মনসুর ধর্মীয় ও সামাজিক ভেদাভেদ ভুলে পিঠাওয়ের কাজ করে। মুকু ও মনসুর পরস্পরের প্রেমে পড়ে এবং তাদের লড়াই চালিয়ে যায়। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কেদারনাথ সিনেমাটি। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/মারুফ/শান্ত