বিনোদন

‘তমালিকা আপুর চরিত্রটি আমি রূপায়ন করছি’

বিনোদন ডেস্ক : আরণ্যক নাট্যদলের ৫৭তম প্রযোজনা ‘দি জুবলী হোটেল’। ২০১৬ সালের ২৯ নভেম্বর নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী ২০ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। এর রচনা ও নির্দেশনায় রয়েছেন মান্নান হীরা। নাটকটির অন্যতম প্রধান চরিত্র হেমামালিনী। শুরু থেকেই এ চরিত্রটি রূপায়ন করে আসছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। কিন্তু বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা যায়। এরপর থেকে চরিত্রটি রূপায়ন করছেন আরণ্যক নাট্যদলের আরেক অভিনেত্রী রিয়া চৌধুরী। এ প্রসঙ্গে রাইজিংবিডিকে রিয়া চৌধুরী বলেন, ‘‘দি জুবলী হোটেল’ নাটকে আমি জনা চরিত্রে কাজ করতাম। এখন হেমামালিনী চরিত্রটি রূপায়ন করছি। এ নাটকের গল্পে কয়েকটি কেন্দ্রীয় চরিত্র রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান চরিত্র এটি। এই চরিত্রটি আগে তমালিকা কর্মকার আপু করতেন। তিনি সম্ভবত ২২টি শো করেছিলেন। তমালিকা আপুর চরিত্রটি আমি রূপায়ন করছি। ইতোমধ্যে চারটি শো করেছি। আগামী শোটি আমার পঞ্চম শো হবে।’’ তিনি আরো বলেন, ‘দেখুন চরিত্রটি অনেক বড়। তমালিকা আপুর পরিবর্তে কাজ করছি। সুতরাং শুরু থেকেই একটা চাপ ছিলই। শুধু তাই নয়, বলব এটি অনেক কঠিন একটি কাজ ছিল। তার মধ্যে চরিত্রটির জন্য প্রস্তুত্তি নেয়ার মতো তেমন সময় পাইনি। মহড়ার জন্য মাত্র ছয় দিন সময় পেয়েছিলাম। একদম নতুন একটি চরিত্র রূপায়ন করা যতটা কঠিন, তার চেয়ে কারো রূপায়ন করা চরিত্রে কাজ করা আরো বেশি কঠিন। এটা একান্তই আমার মতামত। তবু দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এছাড়াও আরণ্যক নাট্যদলের ‘ডাকঘর’ ও ‘এবং বিদ্যাসাগর’ নাটকে অভিনয় করেছেন রিয়া চৌধুরী। তিনি কাজ করছেন টেলিভিশন নাটকেও। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-শফিকুল ইসলাম রিপন পরিচালিত ‘নীল বৃষ্টির গল্প’, হাবিব মাসুদ পরিচালিত ‘ওরা থাকে ওধারে’, মান্নান হীরা পরিচালিত ‘একটি ফুলের স্বাধীনতা’, হাসান শিকদার পরিচালিত ‘জলদাস’, ওয়াজেদ আলী বাবলু পরিচালিত ‘হালচাল’, ইমরাউল রাফাত পরিচালিত ‘তরুণ তুর্কি’, জুয়েল শরীফ পরিচালিত ‘মিয়া পরিবার’, রাজু খান পরিচালিত ‘মান অভিমান’ প্রভৃতি। তাছাড়া কণ্ঠ অভিনয়শিল্পী হিসেবেও কাজ করছেন এই অভিনেত্রী। মফস্বল শহরের বিখ্যাত এক চায়ের দোকানকে কেন্দ্র করে ‘দি জুবলী হোটেল’ নাটকের কাহিনি গড়ে উঠেছে। এ নাটকের বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন- মান্নান হীরা, শাজ্জাদ সাজু, আরিফ হোসেন, কামরুল হাসান, রুবলী চৌধুরী, আমিনুল হক, ফিরোজ মামুন, জাহিদ, সুজাত শিমুল, এম. এস. রানা, মনির জামান, সাইদ সুমন, কৌশিক, পারভেজ, কাজী আল-আমিন, নিকিতা প্রমুখ। নাটকটির নেপথ্যশিল্পীরা হলেন- সহকারী নির্দেশক কামরুল হাসান, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় সুজেয় শ্যাম, পোশাক পরিকল্পনায়-সুরাইয়া শান্তা, কোরিওগ্রাফি প্রিয়াংকা পেরিস, পোস্টার ও প্রকাশনা মোস্তাফিজ কারিগর, অপু মেহেদী। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৮/শান্ত/মারুফ