বিনোদন

‘বীর’ শাকিবের যাত্রা শুরু

বিনোদন প্রতিবেদক : স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি এই খ্যাতিমান নির্মাতা। এবার শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন ‘বীর’ নামে চলচ্চিত্র। এটি প্রযোজনা করছেন মো. ইকবাল। সবকিছু ঠিক থাকলে এটি হবে কাজী হায়াৎ নির্মিত ৫০তম চলচ্চিত্র। গতকাল মঙ্গলবার রাজধানীর শ্রুতি স্টুডিওতে এর মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে নির্মাতা কাজী হায়াৎ, শাহীন সুমন, প্রযোজক ইকবাল, কমেডিয়ান চিকন আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মো. ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘‘১০ জানুয়ারি থেকে ‘বীর’ সিনেমার শুটিং শুরু হবে। এর আগে সিনেমার গানের রেকর্ডিং করছি। গতকাল শ্রুতি স্টুডিওতে একটি গানের কাজ শুরু করেছি। এর মাধ্যমে ‘বীর’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি। গানটিতে কণ্ঠ দিবেন শাকিব খান নিজেই। এর আগে একটি গানের এক অংশে কণ্ঠ দিয়েছিলেন শাকিব খান। এবার পুরো গানে কণ্ঠ দিবেন তিনি। এটি একটি পুঁথি ঘরানার গান।’ ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মৌমিতা মৌ। এছাড়াও আরো একজন নায়িকাকে নেওয়া হবে। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি বলে জানান এই প্রযোজক। ‘বীর’ সিনেমার গল্প প্রসঙ্গে ইকবাল বলেন, ‘বীর’ সিনেমাটির গল্প রাজনৈতিক। এতে শাকিব খান নাম ভূমিকায় অভিনয় করবেন। এতে শাকিব খানকে সাইকো চরিত্রে দেখা যাবে। কাজী হায়াৎ বরাবরই সামাজিক অসঙ্গতি নিয়ে সিনেমা নির্মাণ করেন। মাদক ও সন্ত্রাসবিরোধী বিষয়বস্তু সিনেমাটির গল্পে উঠে আসবে। এতে অসাধারণ সংলাপ রয়েছে। যা দর্শকদের হৃদয়ে নাড়া দিবে।’ শাকিব খান এখন বিএফডিসিতে ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং করছেন। শামীম আহমেদ রনী পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/রাহাত/শান্ত