বিনোদন

সুস্থ ধারার সংগীতের চর্চা করে যেতে চাই : ধ্রুব গুহ

বিনোদন প্রতিবেদক : ‘যে পাখি ঘর বুঝে না, ঘুরে বেড়ায় বন-বাদারে’ পাখি ঘর না বুঝলেও দর্শক-শ্রোতা ঠিকই লুফে নিয়েছেন এমন কথার গানটি। ইউটিউবে প্রকাশের পর এ পর্যন্ত দুই কোটির বেশিবার দেখা হয়েছে গানটি। পাশাপাশি হাজার হাজার ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক-শ্রোতারা। গানটি গেয়ে দর্শকদের মাত করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। খুব কম সংখ্যক গানে কণ্ঠ দিয়েও কম সময়ের মধ্যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আজ সোমবার (১৪ জানুয়ারি) তার জন্মদিন। তবে বিশেষ এ দিনকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা নেই এই সংগীতশিল্পীর। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা নেই। সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই দিনটি কাটছে। জন্মদিনে শ্রোতাদের বলছি, আমি শখের গায়ক। গান ভালোবাসি। নিজের মতো গাইবার চেষ্টা করি। আপনারা আমার গান পছন্দ করেছেন, পাশে থেকেছেন সব সময়। আগামী দিনেও চেষ্টা করব আরো মানসম্মত গান উপহার দেয়ার।’ ‘যে পাখি ঘর বুঝে না’ গানটি ২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়। অফিশিয়াল ইউটিউব চ্যানেলের হিসাব অনুযায়ী এটি ধ্রুব গুহর প্রকাশিত দ্বিতীয় গান। এর আগে তার প্রথম প্রকাশিত গান ‘শুধু তোমার জন্য’ এবং তৃতীয় প্রকাশিত গান ‘আদরে রাখিও বন্ধু’ গানটিও কোটিবার দেখার মাইলফলক অতিক্রম করেছে। এছাড়া ধ্রুব গুহর গাওয়া চতুর্থ গান ‘একলা পাখি’। এটিও দর্শক-শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। সর্বশেষ এই শিল্পীর ‘তোমার ইচ্ছে হলে’ গানটি গত জুলাই মাসে প্রকাশিত হয়। এটি এই শিল্পীর গাওয়া পঞ্চম গান। মাত্র পাঁচটি গানে কণ্ঠ দিয়েই বহুল আলোচিত হয়েছেন ধ্রুব গুহ। কুড়িয়েছেন প্রশংসাও। তিনি নিজে খুব বেশি গানে কণ্ঠ না দিলেও তার ‘ধ্রুব মিউজিক স্টেশন’ থেকে নিয়মিত গানের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। এতে তিনি দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি ঝরে পড়া ও নতুন শিল্পীদের গান গাওয়ার সুযোগ দিচ্ছেন। গান নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘আমাদের গানকে সব বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সুস্থ ধারার সংগীতের চর্চা করে যেতে চাই। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। শ্রোতাদের পাশে পাচ্ছি। সামনে আরো ভালো গান উপহার দিতে পারব বলে আশা রাখছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৯/রাহাত/শান্ত