বিনোদন

পদাতিকের বর্ষপূর্তি উপলক্ষে ‘গুণজান বিবির পালা’

বিনোদন ডেস্ক : ঢাকার প্রথম সারির অন্যতম নাটকের দল পদাতিক নাট্য সংসদ। আগামী ২১ জানুয়ারি দলটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে দলটির দর্শকপ্রিয় প্রযোজনা ‘গুণজান বিবির পালা’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটক প্রসঙ্গে নির্দেশক জানিয়েছেন, বাংলাদেশের আবহমান নাট্যধারার জনপ্রিয় আঙ্গিক, পালা। বন্দনা, বর্ণনা, নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে পালা উপস্থাপিত হয়। পদাতিক নাট্য সংসদের এ পরিবেশনায় দেশের গ্রামীণ ঐতিহ্য উঠে এসেছে। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে গুণজান বিবির পালা নাটকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় মন্ডল, সালমান শুভ, ইকরাম, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, আবু সাইদ, পৃথা, জীবন, শোভন, প্রান্ত, কনিকা। নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/শান্ত