বিনোদন

স্মিতা চৌধুরীর শৈল্পিক উপস্থাপনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : হোক কোনো হাই প্রোফাইল কর্পোরেট ইভেন্ট অথবা হাজার দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য জমকালো কোনো আয়োজন- বন্দরনগরী চট্টগ্রামে যে কোনো অনুষ্ঠান উপস্থাপনার জন্য স্মিতা চৌধুরী একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম। উপস্থাপনাও যে একটি শিল্প, বাণিজ্যিকভাবে উপস্থাপনা যে সম্মানজনক পেশা হতে পারে বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন স্মিতা। বাংলা, ইংরেজি সব ক্ষেত্রেই স্মিতার সমান দক্ষতা। অসাধারণ এক শৈল্পিক আর বলিষ্ঠ কণ্ঠের অধিকারিণী তিনি। উপস্থাপনার মাধ্যমে হাজারো দর্শককে তিনি মন্ত্রমুগ্ধ রাখতে পারেন। এসব কারণে চট্টগ্রামে উপস্থাপনায় একচ্ছত্র আধিপত্য স্মিতা চৌধুরীর। শুধুমাত্র চট্টগ্রাম বললে ভুল বলা হবে। যার কণ্ঠের উপস্থাপনা একবার যারা শুনেছেন, তাদের মনে তিনি স্থান করে নিয়েছেন নিজ মেধা আর দক্ষতায়। যে কারণে এখন তিনি দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান উপস্থাপনা করছেন সফলভাবে। শিক্ষা জীবনে মেধার স্বাক্ষর রাখা স্মিতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে উপস্থাপনাকেই পেশা হিসেবে গ্রহণ করবেন এমনটা শুরুতে কখনো ভাবেননি। সাংস্কৃতি জগতে তার প্রবেশ ঘটেছিলো নাচের মাধ্যমে। রাইজিংবিডি’র সঙ্গে আলাপকালে স্মিতা চৌধুরী জানান, দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় মা তাকে চট্টগ্রাম শিশু একাডেমিতে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন। নাচ শিখতে শিখতেই চট্টগ্রাম অবসর সাংস্কৃতিক গোষ্ঠীতে শুরু করেন আবৃত্তি চর্চা। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার ও সনদ অর্জন করেন। স্কুলে পড়াকালীন উপস্থাপনা শুরু করেন স্মিতা চৌধুরী। কলেজের দ্বিতীয়বর্ষ থেকেই তার উপস্থাপনায় নামডাক হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।বাবা মায়ের দুই সন্তানের মধ্যে স্মিতা বড়। তার বাবা নীহার চৌধুরী জীবন বিমা কর্পোরেশনের ব্যবস্থাপক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। মা সুচন্দা চৌধুরী শিক্ষিকা।

 

উপস্থাপনার সবচেয়ে বড় যে গুণ- শুদ্ধ উচ্চারণ, রুচিশীলতা, স্মার্টনেস আর আকর্ষণীয় বাচনভঙ্গি সবই স্মিতার মধ্যে বিদ্যমান। স্মিতা চৌধুরী জানান, এ যাবত তিনি পাঁচশ বড় ইভেন্ট উপস্থাপনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য শোয়ের মধ্যে রয়েছে রেডিসন ব্লু’র গ্র্যান্ড ওয়েডিং এক্সপো, ইন্টারন্যাশনাল স্টিল কনফারেন্স, প্রথম আলো’র বর্ণ, মিস্টার এন্ড মিস হ্যামার স্ট্রেংথ, লটো লঞ্চিং ইভেন্ট, কেডিএস গ্রুপ কর্পোরেট ইভেন্ট। চট্টগ্রাম ছাড়াও স্মিতা জমকালো শো উপস্থাপনা করেছেন ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায়। উপস্থাপনার পাশাপাশি এখন তিনি ডিজিটাল মার্কেটিং, অনলাইন প্রমোশন এবং প্রমোশনাল ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করছেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/তারা