বিনোদন

বর্ণমালার মিছিল...

বিনোদন প্রতিবেদক : তরুণ নাট্য নির্মাতা সীমান্ত সজল। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘বর্ণমালার মিছিল’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, আখন্দ জাহিদসহ ২০জন থিয়েটারকর্মী। নাটক প্রসঙ্গে সীমান্ত সজল বলেন, ‘‘বর্ণমালার মিছিল’ নাটকের গল্প ভাবনায় রয়েছে ভিন্নতা। সৃজনশীল কাজের মধ্য দিয়ে ভিন্ন আঙ্গিকে এ নাটকের গল্প বর্ণনা করা হয়েছে। মাতৃভাষা বা মায়ের ভাষা বাংলা লিখতে গেলে বানান ভুল হলে অদৃশ্যভাবে মা কান্না করছে, তাহলে মায়ের এ কান্না সন্তানরা কীভাবে থামাবে? ভুল বানান যখন শুদ্ধ করে লিখবে তখনই সন্তানরা মায়ের এ কান্না থামাতে পারবে। এছাড়া গল্প বুননে আমরা দেখতে পাব বর্ণমালার মিছিল অর্থাৎ বর্ণগুলো প্রতিবাদ জানিয়ে গান করছে। অদৃশ্য অনুভূতি জাগিয়ে তোলার অভিপ্রায় নিয়েই বর্ণমালার মিছিল নাটকটি নির্মিত হয়েছে।’’ স্মার্ট কর্পোরেশন প্রযোজিত ‘বর্ণমালার মিছিল’ নাটকটি ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্যও করেছেন সীমান্ত সজল। নাটকটির নির্বাহী প্রযোজক জাফর আলী। গল্পের প্রয়োজনে নাটকটিতে ৩টি গান ব্যবহার করা হয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইবনে রাজন। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা সজল।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/রাহাত/শান্ত