বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কুদ্দুস বয়াতি

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। গত রোববার খাদ্যনালীর সমস্যা নিয়ে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস। এ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আব্বার খাদ্যনালীতে কঠিন সমস্যা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া প্রয়োজন। গত ৭-৮ দিন ধরে কিছুই খেতে পারছিলেন না। দুই দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই। এখন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।’ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পরিচিতি পান তিনি। এর পর অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মনে স্থান করে নেন। বাংলাদেশ ছাড়াও ৪৭টি দেশে স্টেজ শোয়ে গান পরিবেশন করেছেন কুদ্দুস বয়াতি। তবে এ শিল্পী এখন অনেকটাই অন্তরালে চলে গেছেন। তাকে এখন আর খুব বেশি দেখা যায় না। অভাব-অনটনের মধ্য দিয়ে তার জীবন চলছে বলে জানা যায়। তবে গত বছরের ৮ নভেম্বর লোকশিল্পী কুদ্দুস বয়াতিকে ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/রাহাত/শান্ত