বিনোদন

কখন, কোন চ্যানেলে অস্কার?

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বসবে ৯১তম অস্কার অ্যাওয়ার্ডের আসর। কার হাতে উঠবে পদক, কে হাসবেন শেষ হাসি তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর। স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি সাড়ে তিনটায় লাল গালিচা ও বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় সোমবার সকাল সাতটায়) শুরু হবে মূল অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি চ্যানেল। এছাড়া এবিসি ডটকম, এবিসি অ্যাপেও দেখা যাবে এবারের অস্কার আসর। বাংলাদেশের দর্শকরা স্টার মুভিজ, স্টার মুভিজ এইচডি, স্টার মুভিজ সিলেক্ট চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন বলে জানা গেছে। এছাড়া অনলাইনে বিভিন্ন সাইটে এটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি ইউটিউব টিভিতে অস্কারের এবারের আসর উপভোগ করতে পারবেন দর্শকরা। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৯/মারুফ/শান্ত