বিনোদন

চার শিল্পীর তিন অ্যালবাম

বিনোদন ডেস্ক : সৃজনশীল বাংলা গানের পরিচর্যা ও প্রসারের ধারাবাহিকতায় প্রকাশিত হতে যাচ্ছে চার সংগীতশিল্পীর তিনটি অডিও অ্যালবাম। আগামীকাল বুধবার সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসার ‘কে গো গাহিলে’ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মুরশিদ। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানের শিরোনামগুলো হলো- ‘প্রবল ঘন মেঘ আজি’, ‘জল বলে, চল’, ‘মন-পথে এল বনহরিণী’, ‘কে গো গাহিলে পথে’, ‘কে গো তুমি আসিলে অতিথি’, ‘কে আবার বাজায় বাঁশি’, ‘মেঘেরা দল বেঁধে যায়’, ‘মধুকালে এল হোলি’, ‘মুরলী কাঁদে রাধে রাধে বলে’, ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী’। আগামী ২১ মার্চ মোড়ক উন্মোচন করা হবে সুস্মিতা দেবনাথ শুচি ও মোহিত খানের গাওয়া নজরুলসংগীতের যৌথ অ্যালবাম ‘নয়নের সেই সাধ’ ও শুক্লা পাল সেতুর গাওয়া রবীন্দ্রসংগীতের ‘কাছে যবে ছিল’ অ্যালবামটির। এর মোড়ক উন্মোচন করবেন সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল ও মিতা হক। সুস্মিতা দেবনাথ শুচি ও মোহিত খানের গাওয়া নয়টি গান নিয়ে সাজানো হয়েছে ‘নয়নের সেই সাধ’ অ্যালবামটি। আর শুক্লা পাল সেতুর গাওয়া আটটি গান নিয়ে সাজানো হয়েছে ‘কাছে যবে ছিল’ অ্যালবামটি। ২০ ও ২১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/শান্ত/মারুফ