বিনোদন

‘টিকিট কাউন্টার’

বিনোদন ডেস্ক: শহরতলীর পুরোনো জীর্ণ একটি সিনেমা হল। ঠিক বাজারের পাশের এই সিনেমা হলে টিকিট বিক্রেতা হিসেবে কাজ করে মাঝ বয়সি মইনু। বোকাসোকা, সরল মানুষ মইনুর সংসারে আর কেউ নেই। অন্যদিকে তরুণ যুবক জামাল খুবই ধুরন্ধর। তারও যোগাযোগ এই সিনেমা হলকে কেন্দ্র করে। সে টিকিট কালোবাজারি করে। জামাল ভালোবাসে কাজলী নামের এক মেয়েকে। একদিন মইনুর কাছে ছুটে এসে জামাল জানায় কাজলীকে বিয়ে দিয়ে দিচ্ছে তার বাপ, যে করেই হোক বিয়েটা ভাঙতে হবে। জামালের পক্ষ নিয়ে মইনুকে একবার কথা বলতে বলে। সর্বশেষ মইনু রাজি হয় এবং কাজলীর বাড়ি যায়। তারপর গল্পে নতুন মোড় আসে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘টিকিট কাউন্টার’। এটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মামুনুর রশীদ, নাজিয়া হক অর্ষা, সমাপ্তি মাসুক, আবুল খায়ের সবুজ, মাহবুব মোর্শেদ শামীম, শারমিন প্রীতি প্রমুখ। আগামীকাল শনিবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/শান্ত/মারুফ