বিনোদন

কবির সিং হতে যা করেছেন শহিদ

বিনোদন ডেস্ক: শহিদ কাপুর অভিনীত পরবর্তী সিনেমা কবির সিং। তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক এটি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। এতে কবির সিং নামের একজন মেডিক্যাল শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করছেন শহিদ। রগচটা স্বভাবের মানুষ তিনি। প্রেমে ব্যর্থ। মদ ছাড়া তার দিন কাটে না। নেশায় বুঁদ হয়ে থাকেন। সিনেমাটিতে কবির সিং চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করেননি শহিদ। মদ্যপ চরিত্রে স্থূলকায় দেখানোর জন্য ৮ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে কলেজ শিক্ষার্থীরূপে নিজেকে ফুটিয়ে তুলতে ১২ কেজি ওজন কমিয়েছেন এ অভিনেতা। শুধু তাই নয়, দিনে ২০টি সিগারেট খেতে হয়েছে। যদিও ধূমপান একদমই পছন্দ করেন না তিনি। এ প্রসঙ্গে শহিদ কাপুর বলেন, ‘আমি ধূমপান সমর্থন করি না। কিন্তু চরিত্রটির জন্য এটি প্রয়োজন ছিল কারণ নায়কের মধ্যে উদ্বেগ ছিল ও সে রগচটা স্বভাবের। এটা অতটা সহজ ছিল না কারণ আমাকে দিনে ২০টি সিগারেট খেতে হয়েছে। বাড়িতে সন্তানদের কাছে ফেরার আগে আমাকে ২ ঘণ্টা ধরে গোসল করতে হয়েছে।’ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত অর্জুন রেড্ডি সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন বিজয় দেভারাকোন্দা ও শালিনি পান্ডে। কবির সিং সিনেমাটিতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। তেলেগু সিনেমার পর হিন্দি রিমেকটিও পরিচালনা করবেন সন্দীপ রেড্ডি। টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ। খুব শিগগির সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবে। আগামী ২১ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৯/মারুফ/শান্ত