বিনোদন

বাদ্যযন্ত্রের নতুনত্বে ‘এসো হে বৈশাখ’

বিনোদন ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রোতাপ্রিয় গান ‘এসো হে বৈশাখ’। গানটি রচনার পর দীর্ঘ কাল কেটে গেলেও এখনো তার আবেদন অমলিন। বাঙালির সার্বজনীন উৎসব বৈশাখ উপলক্ষে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে গানটি। পৃত্থিরাজের সংগীত পরিচালনায় কালজয়ী এই গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন, বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মোহাম্মদ, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, তপু, লিংকন ডি কস্তা, ঐশী, শুভ, নাফিস, নন্দিতা, লিজা এবং ঋতুরাজ। পৃত্থিরাজ জানিয়েছেন, গানটির কথা-সুর ঠিক রেখে ভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার করেছেন তিনি। যার কারণে গানটি পেয়েছে ভিন্ন দোতনা, যেমনটা এর আগে হয়নি। বাদ্যযন্ত্র হিসেবে কোকা-কোলার গ্লাস বোতলকে গ্লোকেনস্পাইয়েল, প্যান ফ্লুট, গ্লাস বোতলের ক্যাপকে টেমবোরিন। পিইটি বোতলের ক্যাপ, গ্লাস বোতল, চাল এবং পিইটি বোতল ও চিনিকে শাকের, ২ লিটারের পিইটি বোতলের ১০টি বান্ডেলকে কিক ড্রাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পরিমাণের চাল ভর্তি ক্যানের সমন্বয়ে রেইনস্টিক এবং ভিন্ন ধরনের গ্লাস ব্যবহার করে জলতরঙ্গ তৈরি করা হয়েছে, যা জিলোফোনসের স্টিক দিয়ে বাজানো হয়েছে বলে জানা যায়। দেখুন : ‘এসো হে বৈশাখ’ গানটি।

   

রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৯/শান্ত/মারুফ