বিনোদন

কনসার্ট মাতালেন পরমব্রত

বিনোদন ডেস্ক: মাথায় ঝাঁকড়া চুল। চোখে কালো চশমা। আলো ঝলমলে মঞ্চে গিটার হাতে ‘ক্র্যাক প্লাটুন’ ব্যান্ডের হয়ে গাইছেন রকস্টার পরমব্রত চ্যাটার্জি। মঞ্চের সামনে অসংখ্য দর্শক। প্রিয় তারকাকে একটু ছুঁয়ে দিতে বার বার চেষ্টা করছেন তারা। গত ১১-১২ এপ্রিল বিএফডিসির ৪ নম্বর ফ্লোরে এমন দৃশ্য দেখা যায়। তবে এসব আয়োজন করা হয়েছিল ‘আজব কারখানা’ সিনেমার শুটিংয়ের প্রয়োজনে। সিনেমাটিতে ‘রক স্টার’ চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত। কনসার্টের দৃশ্যধারণে পরমব্রত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরমব্রত বলেন, ‘‘রকস্টার’ বলতে আমরা অন্য এক চেহারা ভাবি। তবে রকস্টারের সংজ্ঞা কিন্তু জায়গা বিশেষে বদলায়। সময়ের সঙ্গে বদলায়। সে যা ইচ্ছা তাই করতে পারে। সেটা কিন্ত পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে চিরকালই বেশি ছিল। আমরা খুব ছোটবেলা থেকে সোলস, মাইলস, আর্টসেল, ওয়ারফেইজ, আইয়ুব বাচ্চু, এদের নাম জানি। কিংবা তাদের গানগুলো আমাদের নিয়মিতই শোনা হয়। হেভি মেটাল বা হার্ড রক গান বাংলাদেশে একটু বেশি হয়েছে কলকাতার থেকে। যখন শুনলাম এমন একটা চরিত্র করতে হবে, নিজের মেমোরিতে শৈশব-কৈশোরে শোনা বা কলকাতায় বাংলাদেশের রকস্টারদের কনসার্টে দেখা ইমেজগুলো নিজের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করেছি।’ শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমাটিতে আরো আছেন মডেল-অভিনেত্রী সাদিয়া শাবনাজ ইমি ও দোয়েল। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের লোকসংগীত শিল্পীরাও এতে অভিনয় করছেন। শবনম ফেরদৌসী বলেন, ‘‘আমি আমার দেখার বাইরে, অভিজ্ঞতার বাইরে কিছু বলি না। ‘আজব কারখানা’ আমার একটা দেখা অভিজ্ঞতা। সেখান থেকে একটা বিষয় অন্বেষণ করেছি—সেটা হলো, কে আসলে শিল্পী? প্রকৃত শিল্পের কথা আমরা বলি, সেটা আসলে কোনটা? সে অন্বেষণের গল্পই ‘আজব কারখানা’।’’

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/শান্ত/মারুফ