বিনোদন

মা তোমার শরীর খারাপ?

বিনোদন ডেস্ক: ‘তুমি যেদিন থাকবে না মা/ সেদিন আমার হবে কি/ সুখে থাকি দুঃখে থাকি/ কাহার আসবে যাবে কি’—খান আতাউর রহমানের লেখা গানের এ কথাগুলো যেন প্রতিটি সন্তানের মনের কথা। প্রতিটি মাকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ‘মা দিবস’। ইতিহাস থেকে জানা যায়, ১৯১২ সালে আনা জার্ভিস মাদারস ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (আন্তর্জাতিক মা দিবস সমিতি) গঠন করেন। এমনকি তিনিই ‘মে মাসের দ্বিতীয় রোববার’ আর ‘মা দিবস’ এই দুটি শব্দের বহুল প্রচার চালাতে সক্ষম হন। তবে এখন বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে এ দিনটি পালিত হয়ে থাকে। মা দিবস উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে কথা বলেন অভিনেতা আব্দুন নূর সজল। তিনি বলেন, ‘মায়ের সঙ্গে এত স্মৃতি এত ঘটনা যে, কোনটা বলব সেটা নির্বাচন করাই কঠিন। আর এই অবস্থাটা বোধহয় সব মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। বয়সের সঙ্গে মানুষের অনেক কিছু বদলে যায়। কিন্তু ছোটবেলা থেকে আজ পর্যন্ত মা একই রকম রয়ে গেছেন। কখনো বাইরে থাকলে সকাল থেকে রাত পর্যন্ত কল করতেই থাকবেন।’ স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কলেজে পড়াকালীন সকাল, দুপুর, বিকেল, রাত নিয়ম করে ফোন করতেন। এত বড় হয়েছি তবু সে স্বভাবটা এখনো রয়ে গেছে। এখন দুই তিন ঘণ্টা ফোন না আসলে আমি নিজেই মাকে ফোন করে জিজ্ঞেস করি, মা তোমার শরীর খারাপ? তুমি সুস্থ আছো তো? খাওয়া-দাওয়া করেছো? আসলে মায়ের ঘনঘন ফোন করার বিষয়টি ছোটবেলায় উপলদ্ধি করতে পারিনি। কিন্তু এখন সেটা বুঝি মা তখন কেন এতবার ফোন করতেন।’ রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/শান্ত/মারুফ