বিনোদন

৭ দিনের মিশনে দুবাইয়ে মিশা

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। অভিনয় ক্যারিয়ারে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। বর্তমানে দুবাইয়ে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দুবাই থেকে মুঠোফোনে মিশা সওদাগর রাইজিংবিডিকে বলেন, ‘‘গত ১৩ মে থেকে দুবাইয়ে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং করছি। এখানে আগামী ২০ মে পর্যন্ত শুটিং হবে। বেশ ভালোই হচ্ছে এখানকার শুটিং। আশা করছি, নতুন কিছু হতে যাচ্ছে।’’ ঢাকা অ্যাটাকের সানী সানোয়ার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পরিচালনা করছেন। এছাড়া তার সঙ্গে রয়েছেন ফয়সাল আহমেদ। বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এ মিশা সওদার ছাড়াও অভিনয় করছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অস্ট্রেলিয়া প্রবাসী বলিউড অভিনেত্রী সাদিয়া নাবিলা এবং অভিনেতা তাসকিন রহমানসহ অনেকে। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। মিশা সওদাগর ১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন। তখন তার বয়স ছিল ২০ বছর। এর তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। তারপর অসংখ্য সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মাত করেছেন মিশা। রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/রাহাত/শান্ত