বিনোদন

ক্ষোভের মুখে ঋতুপর্ণার সিনেমার শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার পরবর্তী সিনেমা ‘বাঁশরি’। ভারতের জলপাইগুড়ির সদর হাসপাতালে সিনেমাটির শুটিং চলছিল। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের মুখে শুটিং বন্ধ করতে বাধ্য হন সিনেমাটির পরিচালক হরি বিশ্বনাথ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৯ মে জলপাইগুড়ি  হাসপাতালে চলছিল ঋতুপর্ণা সেনগুপ্তর ‘বাঁশরি’ সিনেমার শুটিং। এদিন সকাল ৯-১১টা পর্যন্ত হাসপাতালে শুটিংয়ের অনুমতি ছিল। হাসপাতাল চত্বরে প্রবেশের মূল পথ আটকে শুটিং চলছিল। যার কারণে রোগীদের ভিড় জমে যায়। সেই সঙ্গে শুটিং ইউনিটের লোকজন ও উৎসুক জনতা ভিড় করে। এতে বেজায় চটে যান স্বাস্থ্যকর্মীরাও। তারা ঠিকমতো কাজ করতে পারছিলেন না। অনেকক্ষণ ধরে শুটিং চলায় আশঙ্কা বাড়ছিল রোগীর আত্মীয়-স্বজনদের মধ্যেও। এরপর জেলা প্রশাসকের হস্তক্ষেপে শুটিং বন্ধ করে দেওয়া হয়। অন্য একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের আউটডোরে শুরু হয় ঋতুপর্ণা সেনগুপ্তর সিনেমার শুটিং। আউটডোরে সদ্যোজাত শিশু ও প্রসূতিদের টিকা দেওয়া হয় আর সেখানে ঘর বন্ধ করে চলছিল শুটিং। হাসপাতাল চত্বরে শুটিং ইউনিটের গাড়ি ও সরঞ্জাম থাকায় রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এইভাবে শুটিংয়ের অনুমতি দেওয়া নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বলিউডের এ সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় পরিচালক, অভিনেতা, প্রযোজক অনুরাগ কাশ্যপ। তবে জলপাইগুড়ির শুটিংয়ে অংশ নেননি অনুরাগ। সিনেমাটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা ও অনুরাগ কাশ্যপ। একজন সিঙ্গেল মা ও তার ছেলেকে নিয়ে তৈরি সিনেমাটির গল্প। রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৯/শান্ত