বিনোদন

‘তখন মাশরাফি ভাইকে ফলো করতাম’

বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। ক্রিকেট জ্বরে আক্রান্ত হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কেমন? এ প্রশ্নের উত্তর জানতে কথা হয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আশা করছি, আমরা এবার ফাইনাল খেলব। আমাদের দলের কিছু বিষয় আছে যেমন— আমরা সাধারণ দলের সঙ্গে অনেক খারাপ খেলি। আবার শক্ত টিমের সঙ্গে ফাইট করতে পারি। বিষয়টি এরকম যে, দলের কাছে যখন বেশি প্রত্যাশা করি তখন কম পাই। আবার যখন প্রত্যাশা থাকে না তখন বেশি পাই। আসলে এবারের বিশ্বকাপে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমি আশাবাদী, ফাইনাল পর্যন্ত আমরা আরামসে খেলে যেতে পারব।’ বাংলাদেশ ক্রিকেট দলে আপনার প্রিয় খেলোয়ার কে? তৌসিফ মাহবুব বলেন, ‘অবশ্যই মাশরাফি ভাই। এর অবশ্য অনেক কারণ আছে। তার ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক কিছু এ তালিকায় রয়েছে। আনুমানিক, গত দশ বছর ধরে মাশরাফি ভাই বিখ্যাত হয়েছেন। কিন্তু তিনি যখন একদম উঠতি পর্যায়ে ছিলেন তখন থেকেই আমি মাশরাফি ভাইয়ের অনেক বড় ভক্ত। ওনার বোলিং স্টাইল, অ্যাটাকিং স্টাইল আমার খুব ভালো লাগে। বেশি আগ্রহের কারণ আমিও ক্রিকেট খেলতাম। তখন মাশরাফি ভাইকে ফলো করতাম।’ রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৯/শান্ত/তারা