বিনোদন

‘আজ বাংলাদেশ জিতবে’

বিনোদন ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় ইংল্যান্ডের টন্টনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখী হবে বাংলাদেশ দল। গত ১১ জুন, বেরসিক বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। যে কারণে আজকের ম্যাচসহ পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ দল ও ভক্তদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ মানুষের মতো ক্রিকেট জ্বরে আক্রান্ত শোবিজ অঙ্গনের তারকারাও। এ প্রসঙ্গে কথা হয় জনপ্রিয় অভিনেতা-নির্মাতা কচি খন্দকারের সঙ্গে। বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে এ অভিনেতা রাইজিংবিডিকে বলেন, ‘আজ বাংলাদেশ জিতবে। বাংলাদেশকে আজ জিততেই হবে। দেশের অন্যান্য বিষয়ের চেয়ে ক্রিকেট এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়। তাই ক্রিকেট নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। জাতীয়ভাবে আমাদের অনেক দুঃখ-দুর্দশা থাকলেও ক্রিকেট টিম যখন একটি বিজয় এনে দেয়, তখন অনেক কষ্ট দূর হয়ে যায়।’ আপনার প্রিয় খেলোয়াড় কে? এমন প্রশ্নের জবাবে কচি খন্দকার বলেন, ‘অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা। আর খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান।’ এ দুই তারকা ক্রিকেটারকে পছন্দের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিশ্বের ক্রিকেট টিমে যতগুলা অধিনায়ক দেখি— তাদের মধ্যে মাশরাফির বিচক্ষণতা অনেক বেশি, যা ভালো লাগে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স আমাকে মুগ্ধ করে।’ রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৯/শান্ত/তারা