বিনোদন

নতুন আঙ্গিকে ‘মার্সেল হা-শো’

বিনোদন প্রতিবেদক: দেশের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। বৈচিত্র ও নতুনত্ব নিয়ে অনুষ্ঠানটির সিজন-৫ এর কার্যক্রম শুরু হয়েছে। এই সিজনের টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। খুব শিগগির অনুষ্ঠানটির আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আজ বৃহস্পতিবার সকালে মার্সেলের প্রধান কার্যালয়ে মার্সেল ও এনটিভির মধ্যে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এ ঘোষণা দেয়া হয়। একটি কৌতুক বলার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উপস্থাপনা শুরু করেন মার্সেলের উপ-নির্বাহী পরিচালক ফিরোজ আলম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ও চিফ কো-অর্ডিনেটর (মার্সেল মার্কেটিং) ইভা রেজওয়ানা নিলু, মার্সেলের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মার্সেলের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, ড. মো. সাখাওয়াত হোসেন, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এনটিভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং হেড অঞ্জন কুন্ড, সিনিয়র ম্যানেজার গৌতম দাস, প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর চৌধুরী, অনুষ্ঠান প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা প্রমুখ।

 

নির্বাহী পরিচালক ও চিফ কো-অর্ডিনেটর (ওয়ালটন মার্কেটিং) ইভা রেজওয়ানা নিলু বলেন, ‘‘মার্সেল হা-শো’ অনুষ্ঠানটি এত সুন্দর হয় তা না দেখলে জানতাম না। ধন্যবাদ জানাই এনটিভিকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর যাকে নিয়ে অনুষ্ঠান সেটা মার্সেল। মার্সেল ইলেকট্রনিকস ব্র্যান্ড যেন শীর্ষে যায় সেই টার্গেট থাকবে সবার। এর সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধ করব, অনুষ্ঠানটি যেন সেই মানের হয়। অনুষ্ঠানটির সাফল্য কামনা করছি।’’

হুমায়ুন কবীর বলেন, ‘হাসতে চাই, সবাইকে হাসাতে চাই। মার্সেল ব্র্যান্ড ও এনটিভিকে আরো উচ্চতায় নিয়ে যেতে চাই এটাই আমাদের প্রত্যাশা। এই অনুষ্ঠানটি পঞ্চমবারের মতো করতে যাচ্ছি। এবার নতুন কলেবরে সাজানো হয়েছে। খুব শিগগির এর রেজিস্ট্রেশন শুরু হবে। যে কেউ এতে অংশ নিতে পারবেন। বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। একজন রাজশাহীতে অংশ নেয়ার পর সে যদি মনে করেন ভালো আউটপুট দিতে পারেননি তবে সে আবার চট্টগ্রাম গিয়ে অংশ নিতে পারবেন। একজন ইচ্ছে করলে চার পাঁচবার অডিশন দিতে পারবেন। আমরা চাই অনুষ্ঠানটি সুন্দর হোক। এই দেশের মানুষ হাসতে ভুলে গিয়েছেন। হাসলে নাকি শরীর মন ভালো থাকে। মানুষ যেন ‘‘মার্সেল হা-শো’ অনুষ্ঠানের মাধ্যমে হাসতে পারেন। আশা করছি, আমরা সেটা পারব।’’

 

ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ‘মার্সেল হা-শো’ অনুষ্ঠানের শুভ কামনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যদিকে আমিন খান বলেন, ‘‘মার্সেল হা-শো’ অনুষ্ঠানটি কীভাবে দর্শক দেখে সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা এমন একটি অনুষ্ঠান করতে চাই যা দেখতে প্রত্যেক সপ্তাহে দর্শক অপেক্ষায় থাকবেন। অনুষ্ঠানটি যেভাবে সবচেয়ে সুন্দর করা যায় সে চেষ্টা করব। এনটিভিও সেই চেষ্টা করবেন। আশা করব, আগামী অক্টোবর থেকে বাংলাদেশে একটি অনুষ্ঠান ব্র্যান্ড হিসেবে থাকবে সেটা হবে ‘মার্সেল হা-শো’।’’

 

বাংলাদেশকে ৬টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে এবারের অডিশন পর্ব। জোনগুলো যথাক্রমে ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল। এখান থেকে বিচারকদের বিচারে উঠে আসবে সেরা প্রতিযোগীরা। তাদের নিয়েই শুরু হবে ‘মার্সেল হা-শো’র মূল অনুষ্ঠান। গত সিজনে ৫টি জোনে অডিশন নেওয়া হয়েছিল। এবার অনুষ্ঠানের পর্ব বাড়িয়ে ৪৬টি করা হয়েছে। সপ্তাহের বৃহস্পতি এবং শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। রাইজিংবিডি/ঢাকা/৪ জুলাই ২০১৯/রাহাত/শান্ত