বিনোদন

‘ভাব হতে পারে এমন বন্ধু এখনও পাইনি’

বিনোদন প্রতিবেদক : ফ্রেন্ডশিপ ডে- দিনটি বন্ধুত্বের; বন্ধুদের জন্যই বিশেষ একটি দিন। বিশ্বব্যাপী আজ দিনটি পালিত হচ্ছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন জাহারা মিতু। মিডিয়ায় তিনি এখন নিয়মিত। আমরা মিতুর মুখোমুখি হয়েছিলাম বন্ধু দিবস নিয়ে তার ভাবনা জানতে।

মিতু বলেন, ‘রুপালি ভুবনের কেউ এখনও আমার প্রিয় বন্ধুর তালিকায় স্থান পায়নি। মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। এমনও হয়েছে, একটা ছেলে আমাকে পছন্দ করতো। তখন আম্মুকে প্রথম দেখিয়েছি। অর্থাৎ আম্মুর যদি পছন্দ হয় তাহলেই দুজনের মধ্যে প্রেম হবে। এমনই আমাদের মা-মেয়ের বন্ধুত্ব। আমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা একটু ভিন্ন। অনেক সময় মানুষ মুখেই শুধু ‘বন্ধু’ বলে। সেটা প্রকৃত বন্ধুত্ব নয়। অন্তর থেকে যাকে বন্ধু মনে করবো এমন বন্ধুত্ব মিডিয়ায় এখনও পাইনি। মুখে মুখে অনেকেই আছে কিন্তু ভাব হতে পারে এমন বন্ধু এখনও পাইনি।’

ছাত্রজীবনের বন্ধুত্ব নিয়ে জাহারা মিতু বলেন, ‘আইরিন নামে একজন বান্ধবী ছিলো কলেজ লাইফে। বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের পাঁচজনের একটা দল ছিলো- শোভন, রবি, অপূর্ব, করীম এবং আমি। এর মধ্যে শোভন সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাকি চারজনের বন্ধত্বটা এখন আছে। শোভনের মৃত্যুটা ভাবলে খারাপ লাগে। তিন বছর আগে বিয়ের বরযাত্রী হয়ে খুলনা থেকে ঝিনাইদহ যাচ্ছিলো। যশোরে ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।’

বন্ধুদের নিয়ে স্মৃতিচারণ করে মিতু বলেন, ‘আমি পড়ালেখা নিয়ে খুব বেশি যত্নবান ছিলাম। পড়াশোনার  বাইরে অন্য কিছু চিন্তা করতাম না। বন্ধুরা কমন রুমে বসে কার্ড খেলতো। আমি কার্ড খেলতে পারতাম না। আমাকে জোর করে কার্ড খেলা শিখিয়েছে ওরা। এরপর মাঝে মাঝে ওদের সঙ্গে খেলেছি। একবার স্যার কমন রুমে এসে ধরে ফেললেন। তখন আমার এক বন্ধু আমার কার্ডগুলো দ্রুত সরিয়ে ফেলে। স্যার সেদিন সবাইকে খুব বকেছিলেন। আমাকে দেখিয়ে বলেছিলেন, পুরো কমন রুমে একমাত্র মিতু কার্ড খেলছে না। মিতুর কাছ থেকে তোমাদের শেখা উচিৎ। সেদিনের ঘটনা মনে পরলে এখনও হাসি পায়। আসলে ছাত্রজীবনের বন্ধুত্বের আবেদন অন্যরকম। জীবনের সঙ্গে সঙ্গে বন্ধুত্বের সংজ্ঞা বদলে যেতে থাকে।’ রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৯/রাহাত/তারা