বিনোদন

তানির ‘বাসনা’

বিনোদন প্রতিবেদক: নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সাইদা তানি। আধুনিক গানের পাশাপাশি লোকগানেও পারদর্শী। এরই মাঝে শ্রোতাদের উপহার দিয়েছেন একাধিক রুচিশীল গান। গানগুলো নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘বাসনা’ শিরোনামে মিউজিক ভিডিও। জাহাঙ্গীর রানার কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন পরাগ হাসান। গানটির সঙ্গে যুক্ত সবাই লন্ডন প্রবাসী।

লন্ডনের বিভিন্ন স্থানে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি নির্মাণ করেছেন শিবলী হাসান। সূফী ঘরনার এই গানের ভিডিওতে সাইদা তানি আরাধনা করেছেন, পেতে চেয়েছেন স্রষ্টার সান্নিধ্য। এ প্রসঙ্গে সাইদা তানি বলেন, ‘‘বাসনা’ গানটি একটি আত্মতৃপ্তির গান। পরিশুদ্ধির গান। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’’

আগামী ৭ আগস্ট ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

নরসিংদীর মেয়ে সাইদা তানি। পড়াশোনা করেছেন লন্ডনে। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তবে মনে প্রাণে ধারণ করেন বাংলা গান। ছোটবেলা থেকেই গানের চর্চা করছেন তিনি। ২০১৪ সালে শাহ আবদুল করিমের গান দিয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু এই শিল্পীর। রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৯/রাহাত/শান্ত