বিনোদন

হাসপাতালে সৌমিত্র চ্যাটার্জি

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় শ্বাসকষ্টজনিত কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

সৌমিত্র চ্যাটার্জির ছেলে সৌগত চ্যাটার্জি বলেন, ‘আমাদের পরিবার থেকে দ্রুত খবর দেওয়া হয় গৃহচিকিৎসককে। তার পরামর্শে বাবাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর আইসিইউ-তে ভর্তি করা হয়। বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে।’

এ কিংবদন্তি অভিনেতার মেয়ে পৌলমী বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে সিওপিডি-তে আক্রান্ত। এখন শরীরে সোডিয়াম পটাশিয়ামেরও ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন— বাবা এখন অনেকটা ভালো আছেন।’

হাসপাতালের একটি সূত্র বলেন, ‘আমাদের চিকিৎসকরা ধারাবাহিকভাবে সৌমিত্র চ্যাটার্জিকে পর্যবেক্ষণ করছেন। তিনি এখন বিপদ মুক্ত। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/শান্ত