বিনোদন

মমর অপেক্ষার অবসান

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০১৭ সালের সেপ্টেম্বরে হিন্দি ভাষার ‘ম্যাক্স কি গান’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। মাঝে দুই বছর কেটে গেলেও চলচ্চিত্রটির শুটিং শুরু হয়নি। অবশেষে অপেক্ষার প্রহরে ছেদ পড়েছে। আজ শুক্রবার ভুটানে শুরু হয়েছে এর শুটিং।

মম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলচ্চিটির পোস্টার প্রকাশ করেছেন। ভুটান থেকে এ অভিনেত্রী বলেন, ‘‘আমার প্রথম হিন্দি চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’। ভুটানে চলচ্চিত্রটির শুটিং শুরু করেছি। এতে স্পেশাল সিবিআই অফিসারের চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম জাকিয়া খান।’’

চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে— একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার অবাস্তব চেষ্টা। অন্যদিকে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেসটিগেশন, ভারত) অফিসার জাকিয়া খান মাঠে নামেন মৃত্যু রহস্য উন্মোচনের জন্য। এতে আরো অভিনয় করছেন— তেলেগু-তামিল নায়িকা কবিতা রাধে শ্যাম, নিশাত পাণ্ডে, সোনম ম্যাক্স, অমিতা নাগিয়া প্রমুখ। এটি পরিচালনা করছেন সামির খান।

এর আগে বাংলাদেশের নিরবকে নিয়ে এই পরিচালক নির্মাণ করেছিলেন ‘শয়তান’ চলচ্চিত্রটি। ভৌতিক ঘরানার এ চলচ্চিত্র ২০১৭ সালে ভারতের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৯/শান্ত