বিনোদন

‘সাফল্য সহজে আসবে তা আশা করিনি’

বিনোদন ডেস্ক: তরুণ বয়সে অভিনয় ক্যারিয়ারের যাত্রা শুরু করেন বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরউদ্দিন শাহ। শুরুতেই তিনি জানতেন— দীর্ঘ সংগ্রামের পথ তাকে পাড়ি দিতে হবে। এজন্য প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরউদ্দিন শাহ বলেন, ‘আমি কখনো হতাশা বোধ করিনি। কারণ সাফল্য সহজে আসবে তা আশা করিনি। এজন্য দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত ছিলাম। সহজে পরাজয় স্বীকার করতেও রাজি ছিলাম না। এমনকী ব্যর্থতার চিন্তাও আমার মাঝে উদিত হতে দিইনি। যদিও জানতাম, আমি সংগ্রাম করছি।’

এ অভিনেতা আরো বলেন, ‘আমি কখনো ব্যর্থতার চিন্তা লালন করতাম না। কী ঘটবে তা নিয়েও ভাবতাম না। যদি আমি আমার কাজটি জানি, তবে কাজ পেয়ে যাব— এটা আমার বিশ্বাস ছিল। বর্তমানেও এতে কোনো পরিবর্তন আসেনি। বরং এটি আমার মাথায় আরো দৃঢ় হয়েছে।’ 

সত্তর বছর বয়েসি এ অভিনেতা তরুণদের সঙ্গে কাজ করতে ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ধারণা, প্রতিটি স্টেজে যদি সাহায্যের হাত না পেতাম তবে আমি এই জার্নি তৈরি করতে পারতাম না। তরুণদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। তাদের চোখে স্বপ্ন দেখতে পাই।’

বলিউডের শক্তিমান এ অভিনেতা ‘আ ওয়েডনেসডে’, ‘মাসুম’, ‘স্পর্শ’, ‘নিশান্ত’-এর মতো বিখ্যাত অনেক সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে অবদান রাখার জন্য নাসিরউদ্দিন শাহকে পদ্মশ্রী ও পদ্মভূষণ খেতাবে ভূষিত করা হয়। ‘স্পর্শ’, ‘পার’ ও ‘ইকবাল’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/শান্ত