বিনোদন

সংগীতজ্ঞ খৈয়াম আর নেই

বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ সুরকার ও সংগীত পরিচালক মোহাম্মদ জহুর খৈয়াম হাশমি মারা গেছেন।

গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটে মুম্বাইয়ের সুজয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে স্পটবয় এ তথ্য জানিয়েছে।

ভারতের সংগীতজগতে তিনি ‘খৈয়াম’ নামেই পরিচিত। তার বয়স হয়েছিল ৯২ বছর। মাত্র ১৭ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন খৈয়াম। এরপর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। কাজের জন্য পেয়েছেন ভূয়সী প্রশংসা ও পুরস্কার। উমরাও জান, কাভি কাভি, ত্রিশুল, নূরী, শোলা অউর শবনম সিনেমার গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

উমরাও জান সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রখ্যাত এই সুরকার ও সংগীত পরিচালক। এছাড়া কাভি কাভি ও উমরাও জান সিনেমার জন্য পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। ২০১০ সালে ফিল্মফেয়ার তাকে আজীবন সম্মাননা দিয়েছে। সংগীতে অবদান রাখার জন্য ভারত সরকার তাকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে। এছাড়া সংগীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন খৈয়াম।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/মারুফ/শান্ত