বিনোদন

‘ওই ঘটনার পর আয়নার সামনে দাঁড়াতে পারতাম না’

বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান। ২০০৩ সালে ‘ভালো থেকো’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। কিন্তু তারও আগে ভারতের দক্ষিণী সিনেমায় কাজ করার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। তবে সেই পথচলাটা মোটেও সুখকর ছিল না।

ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, দক্ষিণী এক সিনেমার কিছু অংশের শুটিং শেষ করার পর প্রযোজক তাকে সিনেমাটি থেকে বাদ দিয়েছিলেন। এ ঘটনার পর প্রচণ্ডভাবে ভেঙে পড়েন তিনি। তারপর বিদ্যাকে নিয়ে তার বাবা ওই প্রযোজকের কাছে যান এবং বিদ্যাকে কেন বাদ দেওয়া হয়েছে তা জানতে চান। তখন বিদ্যার সামনেই প্রযোজক তার চেহারা নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, যা বিদ্যার জন্য আরো কষ্টদায়ক ছিল।

বিদ্যা বালান বলেন, ‘‘আমার বাবাকে ফিল্মের একটি ক্লিপ দেখিয়ে ওই প্রযোজক বলেন, ‘দেখুন আপনার মেয়েকে। নায়িকা বলে কী একটুও মনে হচ্ছে? আমি তো নিতেই চাইনি। পরিচালক জোর করল তাই…।’’

বিদ্যা আরো বলেন, ‘তখন আমার নিজের উপর ঘৃণা জন্মেছিল, নিজেকে কুৎসিত মনে হয়েছিল! ওই ঘটনার পর আয়নার সামনে দাঁড়াতে পারতাম না, মাসের পর মাস। অনেকদিন ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারিনি। কিন্তু আজকে মনে হয়— ওই অভিজ্ঞতাটা নিজেকে আরো ভালোবাসতে শিখিয়েছে। আমি যেমন, আমি তেমনই, এটা মেনে নিতে শিখিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/শান্ত/মারুফ