বিনোদন

বটতলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সময়ের প্রয়োজনে’

বিনোদন ডেস্ক: ঢাকার মঞ্চের অন্যতম নাটকের দল বটতলা। ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজন করেছে দলটি।

এ আয়োজনের অংশ হিসেবে আজ রাত ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘সময়ের প্রয়োজনে’ নাটকটি। কথাসাহিত্যিক জহির রায়হানের লেখা গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নাজিফা তাসনিম খানম তিশা। নির্দেশনায় রয়েছেন ইমরান খান মুন্না।

আজ বিকাল ৫টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে বটতলার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হবে। এরপর নির্বাহী পরিচালকের রিপোর্ট ও কাউন্সিল অধিবেশন, প্রস্তুতি কমিটির ধন্যবাদ জ্ঞাপন, কেক কেটে বিশেষ দিনটি উদযাপন ও দলের সদস্যদের সংগীত পরিবেশনও থাকবে।

২০০৮ সালের ২৭ আগস্ট স্বপ্নবান একদল তরুণদের নিয়ে পথচলা শুরু করে বটতলা। নাটকের মাধ্যমে রাজনীতি কিংবা সমাজ পরিবর্তনের কথা বলে আসছে দলটি। গত ১১ বছরে বটতলা মঞ্চে এনেছে ১০টি মূলধারার নাটকসহ আরো বেশকিছু উন্নয়নমূলক ও প্রতিবাদী নাটক। যা দেশ-বিদেশে, মাঠে আর পথে নিয়মিত প্রদর্শনী করে চলেছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি বটতলা পরিচালনা করছে অভিনয় শেখার স্কুল ‘অ্যাক্টরস্ স্টুডিও’। যা পঞ্চম ব্যাচ শেষ করে, এখন চলছে ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ। রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/শান্ত