বিনোদন

শ্রাবণীকে নিয়ে প্রেক্ষাগৃহে বাপ্পির ‘পাগলামি’

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘তবুও ভালোবাসি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘কি দারুণ দেখতে’, ‘আজব প্রেম’, ‘হানিমুন’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’সহ এ পর্যন্ত ৩৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

বাপ্পির পরবর্তী সিনেমা ‘পাগলামি’। কমল সরকার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার শ্রাবণী রায়। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আগামী শুক্রবার দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এটি প্রযোজনা করছেন তরুণ চলচ্চিত্র প্রদর্শক আবদুল্লাহ হিমেল।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছেলেমেয়ে শিক্ষা সফরে যায়। সেখানে ঘটে নানা ঘটনা। তরুণ-তরুণীদের কিছু পাগলামির গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। পাশাপাশি উঠে এসেছে তাদের পরিবারের গল্পও। বাপ্পি চৌধুরী-শ্রাবণী রায় ছাড়াও এতে অভিনয় করেছেন— রোহান, পারমিতা, রাজ, তোতা, প্রিন্স, সাদিয়া, আমির সিরাজী, গাঙ্গুয়া ও শিবা শানু।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত