বিনোদন

‘গলি বয়’ রানার নতুন গান (ভিডিও)

‘গলি বয়’ খ্যাত রানা ও তবীব মাহমুদ নিয়ে এলো ‘হিপহপ পুলিশ’ শিরোনামে নতুন গান।

‘ঘুষ অনিয়ম লিখছে কলম/ তোমাদের যত কুকীর্তি/ আমি রানা আমার সবটা জানা, বলে দেব করে আবৃত্তি/ এই শহরের কপাল থেকে পড়ছে ঘুষের রাজটিকা/ নায়িকার ঘড়ি কত দামে কেনা, খবর ছাপছে পত্রিকা’—এমন কথার গানটি রচনা, সুর ও সংগীতায়োজন করেছেন তবীব মাহমুদ। যৌথভাবে এ গানে কণ্ঠ দিয়েছেন রানা ও তবীব।

গান প্রসঙ্গে তবীব বলেন, এ গানের মাধ্যমে দেশের তরুণ সমাজের প্রতিনিধিত্ব করতে চেয়েছি। বলতে চেয়েছি, আমার খাবার যেন ঘুষের টাকায় না কেনা হয়। আমার কলমটা যেন দুর্নীতির অর্থে না কেনা হয়।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে গানটি উৎসর্গ করা হয়েছে। গানের ভিডিওর শুরুতে আবরারে স্থিরচিত্র দেখা যায়। তাতে লেখা রয়েছে—‘আমাদের বাকস্বাধীনতায় আবরার ফাহাদ এখনো বেঁচে আছেন।’

দেখুন: ‘হিপহপ পুলিশ’ গান

ঢাকা/শান্ত