বিনোদন

আত্মহত্যা করেছেন কণ্ঠশিল্পী পংকজ

আত্মহত্যা করেছেন বাংলাদেশি আইডল খ্যাত কণ্ঠশিল্পী পংকজ দেবনাথ।

আজ বুধবার সকালে বান্দরবান শহরে বালাঘাটার নিজ ঘরের সিলিংফ্যান থেকে পংকজ দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে জীবনের মায়া ত্যাগ করেছেন পংকজ। তার বন্ধু সাইফুল ইসলাম বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে মারমা সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে পংকজের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মহত্যা করেছে সে। তিন মাস আগেও পংকজ একই কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সুস্থ হয়।’

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন পংকজকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

২০১৩ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির বাংলাদেশি আইডল প্রতিযোগিতায় পংকজ দেবনাথ সেরা দশের মধ্যে অষ্টম স্থান করেছিল। ছোটবেলা থেকে সংগীত চর্চায় মনোযোগী ছিলেন পংকজ দেবনাথ। বাবা-মায়ের উৎসাহে তার সংগীত চর্চার শুরু। সংগীতে হাতেখড়ি ওস্তাদ অরুণ সারকির কাছে। তার কাছে তিনি ক্ল্যাসিকাল তালিম নেন।

দেখুন: পংকজের গাওয়া গান।

 

ঢাকা/শান্ত