বিনোদন

সমুদ্রের গল্প বলবেন তুষি

লাক্স তারকা নাজিফা তুষি। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘হাওয়া’ সিনেমায় নাম লেখিয়েছেন তুষি। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মেজবাউর রহমান সুমন এটি পরিচালনা করছেন।

নাজিফা তুষি জানান, বর্তমানে এ সিনেমার শুটিং বঙ্গোপসাগরের কূল ঘেঁষা সেন্টমার্টিন দ্বীপে চলছে। সেন্টমার্টিনে টানা এক মাস শুটিং হবে। এরপর কক্সবাজারে দৃশ্যধারণের কাজ হবে। তবে কি ধরনের চরিত্রে তুষি অভিনয় করছেন তা জানাননি এই অভিনেত্রী।

সিনেমার গল্প প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে গড়ে উঠেছে হাওয়া সিনেমার গল্প। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সমুদ্র পাড়ের মানুষ প্রধান উপজীব্য হলেও সমুদ্র পাড়ের গল্প নয় বরং সমুদ্রের গল্প।’

তিনি আরো বলেন, ‘হাওয়া এ কালের রূপকথার গল্প। যার প্রধান উপাদান সমুদ্র, ঢেউ আর একটি ট্রলার। আবহমান কাল ধরে চলে আসা যে রূপকথা আমরা শুনে এসেছি সেই রূপকথা হাওয়া নয়, তবে এই সময়ে যে অস্থিরতা তা থেকে বেরিয়ে এসে এক ধরনের ধ্যানমগ্ন নির্মল যাত্রার নাম হাওয়া।’

‘হাওয়া’ সিনেমায় আরো অভিনয় করছেন—চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ প্রমুখ। এর চিত্রগ্রহণে রয়েছেন কামরুল হাসান খসরু। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

২০১৪ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হন নাজিফা তুষি। এরপর নাম লেখান বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে। তার অভিনীত ‘আইসক্রিম’ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। ‘হাওয়া’ তার দ্বিতীয় সিনেমা।

মিউজিক ভিডিওতে কাজ করলেও নাটকে অভিনয়ের বিষয়ে ভীষণ আনাগ্রহ তুষির। তার ভাষায়, চাইলে অনেক নাটকে কাজ করতে পারতাম। ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে পারতাম। কিন্তু করিনি আর করবও না। নাটকে কাজ করলে হয়তো বেশি উপার্জন করতে পারতাম। কিন্তু তা করব না। কারণ মানসম্পন্ন সিনেমার অপেক্ষায় থাকি।’ ঢাকা/শান্ত